কবুতরের Wet Droppings বা পাতলা পায়খানা এর কারণ,লক্ষণ ও প্রতিকার

0
322

কবুতরের সাধারণ রোগগুলির মধ্যে Wet Droppings – ভেজা পায়খানা বা পাতলা পায়খানা অন্যতম। বিভিন্ন কারণে এ রোগ দেখা দিতে পারে এর মধ্যে  আবহাওয়ার হটাৎ পরিবর্তন,হটাৎ খাবার পরিবেশন এর সময় পরিবর্তন অন্যতম।এতে কবুতর গন্ধ যুক্ত পায়খানা করে এবং পায়খানার জলীয় অংশের পরিমান ৫০% থেকে ১০০% পর্যন্তুু হতে পারে।

অনেক সময় অতিরিক্ত জলীয় অংশের সাথে সাদা চুনের মত অংশও দেখা যায়। এটা সাধারণত কবুতরের স্বাভাবিক অন্ত্রের সামগ্রী গুলি অন্ত্রের ট্র্যাক্টিকে ছেরে দেয় ফলে তা টুথপেস্ট এর মত দেখা যায়  এবং প্রস্রাবের  সময় ঘনীভূত থাকে ফলে তা সাদা অংশ  হিসাবে প্রদর্শিত হয় সঙ্গে ইউরিক এসিড স্ফটিক হিসাবে দেখা যায়। এর ফলে কবুতরের শরীরের প্রয়োজনীয় পানি,খনিজ এবং ট্রেস উপাদান গুলো হ্রাস পায়।

Wet Droppings এর সম্ভাব্য করন সমূহঃ

১. আবহাওয়ার পরিবর্তন।
২. নিম্ন তাপমাত্রা।
৩. মানসিক চাপ।
৪. হটাৎ ভয়পাওয়া।
৫. টিকা প্রদানের পরবর্তী সময়।
৬. হটাৎ করে খাবারের সময় পরিবর্তন।
৭. রেসিং ঋতুতে।
৮. খনিজ এবং ট্রেস ক্ষতির ফলে তরল ভারসাম্যের মধ্যে ঘাটতির ফলে।
৯. খাবারের আইটেম মেনুতে হটাৎ পরিবর্তন এর ফলে।

লক্ষণ সমূহঃ
১. পাতলা পায়খানা করবে।
২. পায়খানার সাথে পানির পরিমাণ ৫০ থেকে ১০০% পর্যন্তুু থাকতে পারে।
৩.খাবারে অনিহা প্রকাশ করবে।
৪. অতিরিক্ত পাতলা পায়খানার শরীর ভেঙ্গে পরবে।পাখা ছেরে দিবে।

Wet Dropping এর চিকিৎসা ও করনীয়ঃ

পাতলা পায়খানা দেখা দেবার সাথে সাথে অসুস্থ কবুতরকে সুস্থ কবুতর থেকে আলাদা করে ওরাস্যালাইন বা ইলেক্ট্রোলাইট স্যালাইন খাওয়াতে হবে।

প্রতিরোধে করনীয়ঃ
১. তাপমাত্রার পরিবর্তন কার্যকারি পদক্ষেপ গ্রহন করুন।
২. খাদ্যের হটাৎ পরিবর্তন করা থেকে বিরত থাকুন।
৩. খাদ্যের পরিবর্তন এর প্রয়োজন হলে খাদ্য পরিবর্তন করার সময় কবুতরের  আলাদা যত্ন নিন।
৪. কবুতর উরানোর আগে অতিরিক্ত যত্ন নিন।
৫. নতুন কবুতরকে খামারে প্রবেশের আগে আলাদা যত্ন নিন।

অনান্য যে সকল রোগে পাতলা ডায়রিয়া দেখা দিতে পারে।
১. প্যারামক্সি ভাইরা।
২.  E-Coli সংক্রমণ।
৩. সাল্মোনেল্লোসিস
৪. Coccidiosis.

রিপ্লাই করুন

দয়া করে আপনার মন্তব্য লিখুন
দয়া এখানে আপনার নাম লিখুন